নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ, করোনা উপসর্গ নিয়ে ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেসে সফর করছে এক রেলযাত্রী। এমনই খবর এসেছিল খড়্গপুর ডিভিশনের রেল পুলিশের কাছে। এই খবর পাওয়ার পর বোলেন কুজুর নামে ওই যাত্রীর খোঁজে তৎপরতার সাথে সমস্ত যাত্রীকে স্টেশনে নামিয়ে জোরকদমে তল্লাশি চালালো রেল পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার বেলা ১।৪৫ নাগাদ ব্যাঙ্গালোর গোয়াহাটি এক্সপ্রেস পৌঁছে খড়গপুর স্টেশনে। এরপর এই সমস্ত ট্রেন যাত্রীকে নামিয়ে খোঁজ চালানো হয় ওই রেলযাত্রীর। এমনকি রেলপুলিশের মোবাইলে থাকা একটি ছবিও দেখানো হয় গুয়াহাটি এক্সপ্রেসের সফররত যাত্রীদের। ২টো ২০ পর্যন্ত সেই রেলযাত্রীর খোঁজ না পাওয়ায় অবশেষে খড়গপুর স্টেশন ছাড়ে ব্যাঙ্গালোর গোয়াহাটি এক্সপ্রেস।