নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২২ মার্চ, পৃথিবী কাঁপছে করোনা আতঙ্কে। গোটা দেশজুড়ে এই সংক্রমণ রুখতে ২২ শে মার্চ রবিবার সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে করোনা সম্পর্কিত সচেতনতার বার্তাও দেন প্রধানমন্ত্রী।
করোনা নিয়ে মানুষের মধ্যে যে কতটা আতঙ্ক রয়েছে তার প্রমান পাওয়া গেল আজ রবিবার। কেন এই ‘জনতা কার্ফু’ তা নিয়ে অনেকের সংশয়, মতবিভেদ থাকলেও রবিবার সকাল থেকে জনসমাগম শহরগুলি পুরোপুরি নির্জন। ভিড়ে ঠাসা রাস্তাগুলি আজ জনশূন্য হয়ে দাঁড়িয়েছে। বারুইপুর, ক্যানিং, জয়নগর, দক্ষিণ বারাসাত, সুন্দরবন, কোস্টাল, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, নামখানা- এসকল জায়গার রাস্তা আজ ধু ধু করছে।প্রতিদিনের ন্যায় আজ ছবিটা পুরো অন্যরকম ধরা পড়ল।মানুষজন কার্যত জনতা কার্ফু রীতি মেনে নিজেদের ঘরবন্দী অবস্থাতেই রেখেছে, এমনি ছবি ধরা পড়ল। সাথে একাধিক দোকান বন্ধ রয়েছে, প্রয়োজনীয় কাজ আজ ঘরে বসেই সারছে কর্মরত মানুষেরা।