জনতা কার্ফুর মিশ্র প্রভাব শহর কলকাতায়

জনতা কার্ফুর মিশ্র প্রভাব শহর কলকাতায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ মার্চ, জনতা কার্ফুর জেরে গড়িয়া C5 বাসস্ট্যান্ডে বন্ধ বাস৷ যাত্রী না হওযায় কোনও বাসই ছাড়া হচ্ছেনা বলে জানিয়েছেন বাসকর্মীরা৷ করোনার আতঙ্কে কয়েকদিন ধরেই বাসের সংখ্যা অত্যন্ত কম বলে জানিয়েছেন তারা৷ কোনও বাস না চলায় বাধ্য হয়ে অন্য ব্যবস্থা করে কাজে যেতে হচ্ছে জরুরি অবস্থায় কর্মরত কর্মীদের।এমনই এক কর্মরত সিনিয়র নার্স বলেন, তার আইসিইউতে ডিউটি রয়েছে সেই কারণে তাকে যেতেই হবে৷কিন্তু রাস্তায় যানবাহনের অসুবিধার জন্য বাধ্য হয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করেই ডিউটি করতে যাতে হচ্ছে তাঁকে।

ফাঁকা ট্যাক্সি স্ট্যান্ডও৷ অন্যদিন ভোররাত থেকেই যাত্রীরা আসতে শুরু করেন কিন্তু এদিন জনশূন্য ট্যাক্সিস্ট্যান্ড৷ লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষারত ট্যাক্সিচালকেরা৷জনতা কার্ফুর মিশ্র প্রভাব পড়ল কলকাতার গড়িয়া বাজারে৷ জমজমাট এলাকায় আজ বন্ধ রয়েছে অনেক দোকান৷ কিছু সবজি, ভুষিমাল, মাছ ও মাংসের দোকান খোলা থাকায় সেগুলিতে মোটামুটি ভি়ড়ও হয়েছে৷ যেকটি দোকান খোলা সেই দোকানগুলোতেও ক্রেতার দেখা নেই।গড়িয়া ও নিউগড়িয়া ষ্টেশন কার্যত ফাঁকা৷ ট্রেন চলাচল করলেও তাতে যাত্রী প্রায় নেই বললেই চলে৷জনতা কার্ফুর জেরে আজ জমজমাট শহর কলকাতা হয়ে পড়েছে নির্জন শহর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top