নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ, করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে, বাদ নেই আমাদের রাজ্য। গোটা দেশজুড়ে চলছে করো না নিয়ে সতর্কতামূলক প্রচার। প্রশাসনের পক্ষ থেকে প্রচার চলছে যথেচ্ছভাবে পাশাপাশি মেদিনীপুর শহর ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেছে তারা।
করোনা আতঙ্কের আগে ঘোষণা হতে চলেছিল পুরো নির্বাচন, তাই সমস্ত রাজনৈতিক দল দেওয়াল লিখনের জন্য যে যার এলাকায় দেওয়াল দখল করেছিল। আলকরণ আতঙ্ক সেই রাজনৈতিক সমীকরণকে দূরে ঠেলে দিয়ে এক জায়গায় নিয়ে এসেছে। ভোটের জন্য যে দেওয়াল লেখার হওয়ার কথা ছিল সেই জায়গায় শুরু হয়েছে করোনার প্রচার।