কলকাতায় প্রথম করোনা ভাইরাস আক্রান্তের মৃত্যু

কলকাতায় প্রথম করোনা ভাইরাস আক্রান্তের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৩ মার্চ, আজ দুপুর ৩.৩৫ নাগাদ সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি থাকা করোনা আক্রান্তের মৃত্যু হল। রাজ্যের প্রথম মৃত্যু। মৃতের নাম সমীর কুমার মিত্র (বয়স ৫৭)। দমদম যোগী পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। দমদমের বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে দুদিন আগে ভর্তি হয়েছিলেন সল্টলেকের বেসরকারি হাসপাতালে। মৃতের পরিবারের লোকরাও ভর্তি হাসপাতালে।

এদিন দুপুরে মৃত্যু হয়েছে দমদমের ৫৫ বছরের প্রৌঢ়ের। দিন কয়েক আগে তাঁকে বাগুইআটির এক হাসপাতাল থেকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও পর্যন্ত কলকাতায় সাত জন করণাতে আক্রান্ত। মৃতের দেহ পরিবারের হাতে না তুলে দিয়ে ডিসপোজাল করা হবে নিয়ম মেনেই। চিকিৎসকদের কথায়, দুপুর ৩.৩৫ নাগাদ মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তাঁর মৃত্যু হয়। ১৬ মার্চ থেকে তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃতের পরিবারের বাকি সদস্যদের ভর্তি করানো হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। সেখানে স্ত্রী, মা, শাশুড়ি-সহ পরিবারের অনেক সদস্যই সেখানে ভর্তি রয়েছেন। তাঁদের সবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিন সন্ধেয় সেই নমুনা আসার কথা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top