নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৩ মার্চ, ১১৭ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ২ সাইকেল আরোহী। টাটা সুমোর সঙ্গে সাইকেলের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় বেলপুকুর গ্রামীণ হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ, দুই সাইকেল-আরোহী করঞ্জলি থেকে বেলপুকুর যাওয়ার পথে উল্টো দিক দিয়ে আসা একটি টাটাসুমো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। তারপরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। পরে আহতদের উদ্ধার করে তাদেরকে নিয়ে যায় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে ।এই ঘটনায় বেশ কিছুক্ষণ ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা দাবি সাধারণ মানুষের।