নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৩ মার্চ, লকডাউনের জেরে করোনা আতঙ্ক ভুলে মহেশতলার বিভিন্ন বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখলে মনে হবে কোন ছুটির দিনে মানুষ বাজার করতে বেরিয়েছে। সরকারিভাবে ঘোষিত সাত জনের বেশি এক সঙ্গে থাকবেন না, তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শয়ে শয়ে মানুষ বিকিকিনি করছেন। আমাদের তুলে ধরা বাজারের চিত্র দেখলে আপনি ভাবতেও পারবেন না যে, লক ডাউন ঘোষণা হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও, সম্ভবত আর কিছুই পাওয়া যাবেনা এই সংশয়ে আতঙ্কিত হয়ে, যাদের প্রয়োজন আছে তারা যেমন বাজারে যাচ্ছেন, পাশাপাশি যাদের প্রয়োজন নেই তারাও বাজারে গিয়ে বাজার করে আসছেন। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সবকিছুর দাম কেজিতে ১০ টাকা থেকে ৫ টাকা বেশি নিচ্ছেন। যেমন ধরুন বাটানগর এর ঋষি অরবিন্দ বাজার এখানে পটল ১০০ থেকে ১২০, ডাটা একশ থেকে ১২০, আলু ২২ থেকে ২৫ এমনই নানা রকম দামে পাওয়া যাচ্ছে।আবার এই বাজার থেকে ১০ মিনিটের হাটা পথে গেলে নুঙ্গি ষ্টেশন বাজার, যেখানে উপরিউল্লেখিত দামের থেকে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি। যদিও বিক্রেতারা বলছেন তারা যে দামে পাচ্ছেন সেই অনুযায়ী বিক্রি করছেন তারা ইচ্ছাকৃত বেশি নিচ্ছেন না। কেউ কেউ আবার তাদেরকে যে দামে কিনতে হচ্ছে তার রশিদ ও দেখাচ্ছেন।