নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৩ মার্চ, রাজ্যজুড়ে লকডাউনের নির্ধারিত সময় শুরু হয়ে গেলেও কোনরকম ভ্রুক্ষেপ নেই সিউড়ির আমজনতা থেকে শুরু করে ব্যবসায়ীদের। তারা দিব্যি বাজারে ঘুরে বেড়াচ্ছেন, দিব্যি দোকান খুলে চলছে ব্যবসা। সদিচ্ছায় এই লকডাউন মানার স্বতঃস্ফূর্ততা দেখা গেল না কারোর মধ্যেই। আর নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ না হওয়ায় অবশেষে সিউড়ি থানার পুলিশকে নির্দেশ দিতে হয় দোকানদারদের দোকান বন্ধ করার জন্য।
পুলিশ সিউড়ি বাসস্ট্যান্ড এলাকার প্রতিটি দোকানে দোকানে গিয়ে দোকান বন্ধ করার নির্দেশ দেয়। এরপর কিছুটা হলেও তৎপর দেখা যায় দোকানদারদের। শুরু হয় দোকান বন্ধ করা। অন্যদিকে যাত্রীবাহী বাসও বিকাল ৫ টার পর বের হতে দেখা যায় সিউড়ি বাসস্ট্যান্ড থেকে। যার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে লকডাউন নিয়ে।