নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ২৩ মার্চ, কোরোনা আতঙ্ককে উপেক্ষা করে হাজার হাজার মানুষের জমায়েত ভাঙড়ে। কার্যত প্রশাসনের নির্দেশ অমান্য করেই এই জমায়েত। যদিও প্রশাসন সেইভাবে এলাকায় সচেতন করছেনা বলে দাবি তাদের। ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট বাজারে সকাল থেকেই ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ।
সেখানে পুলিশের কোন সচেতনতা বার্তা নেই বললেই চলে। সারাবিশ্ব যেখানে কোরোনা আতঙ্কে আতঙ্কিত। সেই আতঙ্ক কে উপেক্ষা করে অবৈধ জমায়েত করেছে মানুষজন। পোলেরহাটে সকাল থেকে বাজার করতেই ভিড় জমায় হাজার হাজার মানুষ। বাজারের পাসে পাইকারি বাজারেও ভোর থেকেই হাজার হাজার মানুষের আনাগোনা দেখা যায়।