নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৩ মার্চ, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার আগরপাড়া কুসুমপুর বটতলা এলাকায় সাইকেলের দোকানে কার্বাইড এর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মৃত্যু হয় দোকান মালিকের। মৃত ব্যক্তির নাম দিননাথ ঘোষ (বয়স ৫৫)।
জানা যায়, রবিবার দোকান বন্ধ থাকায় সোমবার সকালে কাস্টমারের চাপ ছিল অনেক। তাই তড়িঘড়ি গ্যাস সিলিন্ডার মেশিন চালিয়ে সাইকেলের চাকায় হাওয়া দিতে যান দিনোনাথ বাবু। সেই সময় বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডার। ঘটনাস্থলেই গুরুতর জখম হন দিনোনাথ বাবু। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘোলা থানার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় দিননাথ বাবুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি সমাজকর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার স্ত্রী এবং এক মেয়ে বর্তমান। এই সাইকেলের দোকান চালিয়ে মেয়ের বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ জোগাড় করতে দিননাথ বাবু। স্বাভাবিকভাবেই দিননাথ বাবুর মৃত্যুতে পরিবার অথৈ জলে পড়লেন।