নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৩ মার্চ, বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার সলুয়া বাজার এলাকায় এক ওষুধের দোকানে মানুষকে বোকা বানিয়ে বিক্রি করা হচ্ছে করোনা ঠেকানোর ওষুধ। বেশ কয়েকদিন ধরে ওষুধ ব্যবসায়ী করোণা প্রতিষেধক বলে প্রতিরোধের ট্যাবলেট বিক্রি করছিল। কিছুদিন পর কিছু মানুষের অভিযোগ আসে স্থানীয় প্রশাসনের কাছে। তার ভিত্তিতে আজ সোমবার দুপুরবেলা পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঔষধ ব্যবসায়ী সুজিত বিশ্বাসকে গ্রেপ্তার করে। ইতোমধ্যে ওষুধের দোকানটি সিল করে দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।এর পিছনে কোন বড় চক্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।দোকানের মালিক মানুষকে আতঙ্কগ্রস্ত করে “করোনা ভাইরাস” প্রতিরোধে প্রতিষেদক দেওয়ার নাম করে প্রতারণা করছিল বহু দিন ধরে। বাজেয়াপ্ত করা হয়েছে দোকানের ৩৫৫ টি অষুধ। ধৃত ওষুধ ব্যবসায়ীকে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।