নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৩ মার্চ, পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী, সাথে আহত হয় আরও দুইজন।ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমানের ভাতার থানার ৬ মাইল হলদি রোডে মহাচান্দা গ্রাম পঞ্চায়েতে পাটুনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।মৃত বাইক আরোহীর নাম সুমন হাজরা ওরফে মিতন হাজরা (বয়স ১৮)। মৃতের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েতের নুনারি গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, নুনারি গ্রাম থেকে মহাচান্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে মিড ডে মিলের চাল আনতে গিয়েছিল। চাল নিয়ে বাড়ি ফেরার পথে পাটুনা মড়ে গ্রাম্য শ্মশান সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর কে ওভারটেক করার সময় একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয় এবং দুজন আহত হয়।ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং ভাতার থানার পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়।দুর্ঘটনার ফলে ছয় মাইল হলদি রোড কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়।ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিয়ন্ত্রণ করেন।পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। প্রশাসনের পক্ষ থেকে বারবার সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালালেও মানুষ এখনো সচেতন হয়নি যার ফলস্বরুপ এই দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণ যুবকের।এই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট।