নিজস্ব সংবাদাতা, নদিয়া, ২৩ মার্চ, করোনা ভাইরাসে যখন আতঙ্কিত বিশ্বের সকল মানুষ ঠিক সেই সময় প্রয়োজনীয় মাকসের অভাব দেখা দিচ্ছে গোটা রাজ্য জুড়ে।সেই আকালের মধ্যে দুস্থ মানুষজনদের কথা মাথায় রেখে রানাঘাটের এক বিক্রেতা ৩ টাকার বিনিময়ে মাক্স বিক্রি করলেন।
বাজারে মিলছে না মুখের মাক্স যাও বা মিলছে তাও আবার চড়া দামে কিনতে হচ্ছে।ফলে দুস্থ গরীব মানুষজন মুখের মাক্স কিনতে গেলেও দাম শুনে ফের ফায়ার আসছেন।এই পরিস্থিতিতে রানাঘাট আনুলিয়া একটি প্রসাধনী সামগ্রী বিক্রেতা দুস্থ মানুষজনদের কথা মাথায় রেখে নিজে ৩ টাকার বিনিময়ে মাক্স বিকোচ্ছেন।তার কথায় এই পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন।