নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ মার্চ, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লকডাউন-এর সময় সীমা এবং ব্যাপ্তি আরো বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে। গোটা রাজ্যে তা বলবৎ হবে।আজ বিকেল পাঁচটায় থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরিস্থিতির অস্বাভাবিকতা লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে রোজগার হীন অসংগঠিত ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী আজ প্রচেষ্টা নামে এক নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। এই প্রকল্পে আর্থিক সংকটে পড়া মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
১৫ ই এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল পর্যন্ত এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা হবে। অন্যদিকে কভিড ১৯ এর সংক্রমনে লাগাম টানতে লকডাউন মেনে চলতে এবং দোকান বাজারে ভিড় না করতে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন।উল্লেখ্য, কোরোনা মোকাবিলায় রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।