২৪ মার্চ, করোনার প্রকোপে জর্জরিত গোটা দেশ।প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ।এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনাতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষের সমান।মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৬ হাজার পেরিয়ে গিয়েছে।অন্যান্য দেশের তুলনায় যদিও ভারতে এর পরিসংখ্যান অনেকটা স্বস্তিদায়ক।করোনাকে রুখতে ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।গোটা দেশে লকডাউনের নির্দেশিকা জারি হয়েছে।এরই মধ্যে WHO জানাল, এই মহামারী রুখতে ভারত সকলকে দিশা দেখাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর কথায়, অতীতে ভারত বহু মহামারীকে ঠেকাতে সক্ষম হয়েছে। ভারত এর আগে দুটি মহামারির মোকাবিলাও করেছে।যদিও ভারতে ক্রমশ বাড়ছে করোনাতে আক্রান্তের সংখ্যা।তবুও এ দেশ এই মহামারি রুখে দেওয়াতে সক্ষম।পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়েই ভারত করোনাভাইরাসেরও মোকাবিলা করবে।