করোনাভাইরাসকে রুখতে চিনের ইউহানে নেওয়া পদক্ষেপকেই বেছে নিল শহর কলকাতা

করোনাভাইরাসকে রুখতে চিনের ইউহানে নেওয়া পদক্ষেপকেই বেছে নিল শহর কলকাতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৪ মার্চ, চীনের পথেই হাটছে ভারত।করোনা ঠেকাতে ঠিক যে পদক্ষেপ চিনের ইউহানে নেওয়া হয়েছিল সেই পদক্ষেপই নিচ্ছে রাজ্য।মঙ্গলবার থেকে শহর কলকাতার রাস্তায় একসঙ্গে ২০টি বড়মাপের জেট-স্প্রে গাড়ি দিয়ে জীবাণুনাশক রাসায়নিক জলে মিশিয়ে ছড়ানো শুরু করা হল।করোনার গর্ভগৃহ ইউহান প্রদেশে এই সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়েই ভাইরাসকে ধ্বংস করে মৃত্যুর হার অনেকটা কমিয়ে এনেছে চিন।

সোমবার রাতে জরুরি ভিত্তিতে একটি বিখ্যাত সংস্থার মাধ্যমে ওই রাসায়নিক পুরসভার হাতে পৌঁছানো হয়, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়ম করে মহানগরের সমস্ত ঘন জনবসতি, হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের চিহ্নিত এলাকায় ওই জীবাণু ধংসকারী রাসায়নিক-স্প্রে ছড়ানো হবে।আশা করা যাচ্ছে এর ফল বেশ ভালো হতে পারে।গতকাল মেয়র বলেন, বলেন, “দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী দলীয় রাজ্যসভার সাংসদের তহবিলের তরফে ২০টি জেট-স্প্রে গাড়ি দিয়েছিলেন পুরসভাকে। মূলত রাজপথ ধোয়া ও রাস্তার ডিভাইডারের গাছে জল দেওয়ার জন্য ওই গাড়িগুলি ব্যাবহার হওয়ার কথা। কিন্তু এবার ওই গাড়ির জলে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশিয়ে শহরের বিভিন্ন ঘনবসতি এলাকায় ছড়ানো হবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top