২৪ মার্চ, ২৪ শে মার্চ মধ্যরাত থেকে ২১ দিনের জন্য অর্থাৎ ১৪ তারিখ পর্যন্ত গোটা দেশ লকডাউনের ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।করোনাভাইরাসের জেরে গোটা দেশ আতঙ্কে জর্জরিত।ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা।এই ভাইরাস রুখতে ভাইরাসের চেন ভাঙা অত্যাবশ্যক।আর তাই রাজ্যসরকার ও কেন্দ্রসরকার ২৭ তারিখ পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছিল।এবার সেই দিন সংখ্যা বাড়িয়ে ১৪ তারিখ পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্রসরকার।
করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই ২১ দিনের সংযম ও ধৈর্য্য জরুরি, মনে করেছেন সরকার।তাই বাইরে বেরোতে পুরোপুরি নিষিদ্ধ করেছে সরকার।সরকারের এই নির্দেশ মেনে সকলকে সাহায্যের হাত বাড়াতে অনুরোধ করছে।এই কয়েকদিন বাড়ির বাইরে না বেরিয়ে কারোর সঙ্গে দেখা না করে সকল ভিড় এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।