২৪ মার্চ, যেখানে করোনার বিরুদ্ধে গোটা দেশ যুদ্ধে নেমেছে।ভারতের সাথে এবার লড়াইয়ে নামল পাকিস্তানও।এদিন পুঞ্চ সীমান্তে গোলা বর্ষণ করে পাক সেনা।ভারতীয় সেনাও তার যোগ্য জবাব দেয়।সবমিলিয়ে এদিন উত্তপ্ত হয়ে উঠল সীমান্ত।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখন পাকিস্তান গোলা বর্ষণ শুরু করে।ঠিক রাত সাড়ে আটটা নাগাদ যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুঞ্চ জেলায় কেরনি, কোয়াসবা এবং দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায় পাক সেনা। গোটা বিশ্ব সহ পাকিস্তানও করোনাভাইরাসে আতঙ্কিত।ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।কোভিড-১৯ এর দাপটে মৃত্যু হয়েছে সাত জনের।ভারতের থেকেও অবস্থা শোচনীয় পাকিস্তানে।এর মধ্যেই দু দুবার ভারতের উপর হামলা চালায় পাক সেনা।এর আগে ১৯শে মার্চ হামলা চালিয়েছিল।