নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৫ মার্চ, নিউটাউনের বিভিন্ন এলাকা যাত্রাগাছি, গৌরঙ্গনগর ও জতিনগর সহ বিভিন্ন জায়গায় দোকান বাজারে যাতে জমায়েত না করে ও যারা অকারণে বাড়ির বাইরে বেরোচ্ছে রাস্তাঘাটে জামায়াত করছে তাদের নিউটাউন থানার পক্ষ থেকে মাইকিং করে সাবধান করা হয়।
পাশাপাশি টেকনো সিটি থানার পুলিশ মাইকিং করে নিউটাউন পাথরঘাটা, নস্করহাটি সহ বিভিন্ন এলাকার দোকান, বাজার সহ রাস্তাঘাটে যাতে জামায়াত না করে পুলিশ সকাল থেকে তৎপরতার সাথে সাবধান করছে মানুষকে। এরপরেও লকডাউন কে অমান্য করে যারা অকারণে বাইরে বেরোচ্ছে তাদের উপর কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। প্রয়োজনে লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে পুলিশ।