নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২৫ মার্চ, লকডাউন চলাকালীন কোচবিহারের সরকারি বাস স্ট্যান্ড দেখা গেল কেরল থেকে আসা প্রায় ৪৭ জন শ্রমিক বসে রয়েছে। গতকাল তারা স্পেশাল ট্রেনে করে নিউ কোচবিহার স্টেশনে নামে সেখান থেকেই তারা এসে বসে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চত্বরে। এতে আতঙ্ক ছড়াচ্ছে গোটা এলাকায়।
মূলত এরা কেরল থেকে এসেছে বলে ওই এলাকার লোকের মনে আতঙ্ক ছড়িয়েছে। কেননা গোটা দেশজুড়ে এই মুহূর্তে লকডাউন তার পাশাপাশি পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে, এর জেরে এদের যাওয়ার সঠিক ঠিকানা নেই। তার পাশাপাশি যদি এদের শরীরে ভাইরাস থেকে থাকে ক্ষুধার কারণে তারা যদি কোন দোকান বা কারো বাড়ির সামনে গিয়ে কোনকিছু হাতাহাতি করে তাতে সংক্রমণ আরোও বেড়ে যেতে পারে। যদিও সকাল থেকেই প্রতিনিয়ত সরকারি বাস ট্রেন ও পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে মোতায়ন তার পাশাপাশি শহরসহ বিভিন্ন জায়গাতে পুলিশ পেট্রোলিং দিয়ে চলছেন যেখানে জমায়েত দেখছেন সেখান থেকেই লোকজনকে ঘরের ভেতরে ঢোকার নির্দেশ দিচ্ছেন।