নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৫ মার্চ, ১৪ তারিখ পর্যন্ত গোটা দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে সরকার। এই কদিন বাড়ি থেকে খুব বেশি প্রয়োজন না হলে না বেরোনোর আবেদন জানিয়েছেন গতকাল নরেন্দ্র মোদী।এই লকডাউন চলাকালীন দুস্থ-নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ালেন বিধাননগরের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি।
জানা যায়, গতকাল মঙ্গলবার প্রায় ১০০০ পরিবারের সদস্যদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য তুলে দিলেন তিনি।নারায়ণপুর, লালকুঠি, বটতলা সহ ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গরিবদের ঘরে চাল, ডাল ও আলু পৌঁছে দিলেন তাপস চ্যাটার্জি।এই মানুষগুলি প্রায় প্রত্যেকেই দিনমজুর।এই লকডাউনে যাতে তাদের পেটে খাবার জোটে তার জন্যই এই উদ্যোগ, এমনটাই জানালেন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি।