জরুরি পরিষেবা দিতে চালানো হবে ৬টি রুটের বাস, চলবে ওলা-উবর

জরুরি পরিষেবা দিতে চালানো হবে ৬টি রুটের বাস, চলবে ওলা-উবর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ মার্চ, লকডাউন চলাকালীন খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে সরকার থেকে।কিন্তু দেশের বহু প্রান্তের মানুষ এখনও সজাগ হয়নি।দোকান-বাজারে ভিড় জমাচ্ছে বহু মানুষ আর তাতেই বাড়ছে সংক্রমণের আশঙ্কাও।যদিও জরুরি পরিষেবা হিসেবে হাসপাতাল, এটিএম-এর মতো বিভিন্ন পরিষেবা খোলা রয়েছে।এরমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।আর তাতে তাঁদের বহুবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে।তাই লকডাউনের মধ্যেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর।

আপাতত ৬টি রুটে এই পরিষেবা চালু থাকছে। যেহেতু বিমান পরিষেবা বন্ধ, তাই বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে আর বাস চালানো হচ্ছে না। এখন যে রুটগুলি চালু থাকবে, তা হল- হাওড়া স্টেশন থেকে কামালগাজি, এসপ্ল্যানেড থেকে আমতলা, হাওড়া স্টেশন থেকে নিউডাউন, ডানলপ থেকে বালিগঞ্জ, হাওড়া স্টেশন থেকে গড়িয়া ও জোকা থেকে বারাসত।সেই সঙ্গে কলকাতায় অনলাইন অ্যাপ ক্যাবগুলিও চালু থাকবে। ওলা ও উবেরের কন্ট্রোল রুমের নম্বর হল ৯৪৩৪৩১৫৮৯২ / ৮৩৩৫০০২১৩৩

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এইসকল রুটের বাসগুলি। বাসগুলিতে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীর সংখ্যা যাতে বেশি না হয়, সে দিকেও নজর দেওয়া হবে। এক পরিবহণ কর্তা জানালেন, ‘‘বাসের আসন সংখ্যার চেয়ে কম যাত্রী তোলা হবে সোশাল ডিসটেন্সিং’-এর জন্য।’’ যাত্রী পরিবহণে কোনও রকম সমস্যা হলে, ফোনও করা যাবে। তার জন্যে বেশ কয়েকটি নম্বর চালু হল। ০৩৩-২২৩৬ ১৯১৬, ০৩৩-২২৩৬০৪৬২, ৯৪৩২০২২১৪৭, ৮৬৯৭৭৩৩৩৯১, ৮৬৯৭৭৩৩৩৯২। যেকোনও সমস্যায় হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানানো যাবে (নম্বর হল- ৯৮৩০১৭৭০০০)।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top