নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২৭ মার্চ, নামেই লক ডাউন সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জনতার ভিড় বাজারে। এমনই ছবি দেখা গেলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজারে। করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লক ডাউন চলছে। লক ডাউনের পঞ্চম দিনে এই ছবি।
নন্দকুমার থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নন্দকুমার বাজার। আর সেই বাজারে শুক্রবার ভিড় চোখে পড়ার মত যেখানে মানুষের জমায়েত নিষেধ করা হয়েছে কিংবা দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সেখানে নির্দেশকে উপেক্ষা করে চলছে জমায়েত। বৃহস্পতিবার সন্ধ্যেতে নন্দকুমারের লৌহজং-এ পুলিশি গাড়ির উপর হামলার পর কি পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। এই ছবি দেখার পর সেটা নিয়েই প্রশ্ন উঠে আসছে।