গৃহবন্দী অবস্থায় গীতা পাঠ করে সময় কাটাচ্ছেন পরিবার

গৃহবন্দী অবস্থায় গীতা পাঠ করে সময় কাটাচ্ছেন পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৭ মার্চ, দেশজুড়ে লকডাউন হবার পর গৃহবন্দী প্রচুর মানুষ।গৃহে থাকা অবস্থায় নিজেকে কোনো না কোনো কাজে যুক্ত রাখার জন্য মানুষ খুঁজে নিচ্ছে ছোট ছোট কাজ।নদিয়ার রানাঘাট নপাড়ায় মন্ডল পরিবারে দেখা গেল এমনই এক অন্য ধরণের ছবি। তারা ঘরের ভিতর সময় কাটাচ্ছেন গীতা পাঠ করে। সেই অসাধারণ ছবি ধরা পরল ক্যামেরায়।

অন্যদিকে লোকডাউন হওয়ায় নদিয়ার রানাঘাট আনুলিয়া জগপুর রোডের বাজারকে সরিয়ে নিয়ে যাওয়া হল রানাঘাট স্বাস্থ্যন্নতি ইন্ডোর স্টেডিয়ামে। যাতে নির্দিষ্ট নিয়মে দূরত্ব বজায় রেখে মানুষের কেনাকাটি করতে সুবিধা হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হল।এ হেন্ সিদ্ধান্তে স্বাভাভিক ভাবে খুশি রানাঘাট বাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top