নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৮ মার্চ, রেশনের হাল ফেরাতে যখন সরকার বদ্ধপরিকর, ঠিক সেই সময় কিছু রেশন ডিলার, অসাধু ব্যবসায়ী কালোবাজারি শুরু করল, এমনই অভিযোগ তুলছে গ্রাহকরা।করোনার আতঙ্কের মধ্যেও এরূপ নানান অভিযোগ উঠে এসেছে রাজ্যের নানান জায়গা থেকে।এবার কামারডাঙ্গা সমুই চন্ডীতলার এক রেশন ডিলারের বিরুদ্ধে এই একইরকম অভিযোগ উঠল।
দোকানে পড়ে রয়েছে বিপুল পরিমানে পণ্য সামগ্রী কিন্তু গ্রাহকরা মাথাপিছু ২৫০ গ্রাম চাল এবং ৫০০ গ্রাম গম পাচ্ছে। যা দিয়ে একজন ব্যক্তির এক সপ্তাহ চলা অসম্ভব। আবার কিছু কিছু সপ্তাহে আরও কম পরিমান চাল-গম পাচ্ছে।যেখানে একদিকে লকডাউন চলাকালীন বহু মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে, সেখানে খাদ্য সামগ্রীও কম পাচ্ছে।এরূপ পরিস্থিতি কেন হচ্ছে তা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে গ্রাহকরা।কিন্তু তাদের অভিযোগ, প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই।