নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৯ মার্চ, এবার করোনা নিয়ে সচেতন করতে গিয়ে এলাকার মানুষের হাতে মার খেলেন পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত উত্তর রামধারি এলাকায়। সেখানে একসাথে প্রচুর মানুষজন জড়ো হয়েছিলেন। মানুষের সেই জটলা দেখে বারুইপুর থানার এক এ এস আই ও দুইজন কনস্টেবল তাদের সচেতন করতে গেলে বুদ্ধিহীন জনতার হাতে মার খেতে হয় পুলিশকে।
জানা যায়, তারা সেখানে গিয়ে মানুষজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। অভিযোগ সেই সময় মানুষজন এই নির্দেশিকা মানতে চাননি। এ নিয়ে পুলিশকর্মীদের সাথে বচসা বাধলে তাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধোর শুরু করেন এলাকার মানুষজন। লাঠি, বাঁশ, ঝাঁটা, জুতো দিয়ে ও মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।