নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৯ মার্চ, যেখানে করোনা ভাইরাসের জন্য বারবার করে বলা হচ্ছে এক জায়গায় গ্যাদারিং করা যাবে না।সেখানে দেখা যাচ্ছে সল্টলেকের ৩৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্তের উদ্যেগে আয়োজন করা হয় রক্তদান শিবির।সেখানে গিয়ে দেখা গেল মানুষের ভিড়।বেশিরভাগ নেই মুখে মাক্স।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস।
তিনি জানান,এখানে স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো ৩০ জন রক্ত নেওয়া হবে।এখানে গ্যাদারিং কোনওভাবে হয়নি।যারা ডোনার আছে এদিন এসেছে।কিন্তু দেখা যাচ্ছে এদিন যারা রক্ত দেন করতে এসেছে তারা অনেকেই মাস্ক পড়েনি।তাই একদিকে এটি সমাজমুলক কাজ হলেও অন্যদিকে এই কাজ কোথাও করোনা সংক্রমণের আশঙ্কা বাড়াচ্ছে।