নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২৯ মার্চ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ে সহ মেয়ের পরিবারের উপর হামলা চালাল ছেলে।হাওড়া ডোমজুড় থানা বালিটিকুরি নিউ মোল্লাপাড়াতে ঘটনাটি ঘটেছে।বাঁকড়া নিউ মন্ডলপাড়াবাসিন্দা ইফরান-এর সাথে বালিটিকুরি নিউ মোল্লাপাড়ার একটি মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক হয়।কিছুদিন পর ছেলেটি বিয়ের প্রস্তাবে দিলে মেয়েটি রাজি হয় না।আর তাতেই ক্রোধ বারে মেয়ের উপর।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছেলে মেয়েটির বাড়িতে গিয়ে মেয়ে ও পরিবারের উপর ব্লেড দিয়ে আঘাত চালানোর অভিযোগ উঠল।সন্ধ্যের দিকে ছেলেটি তার চার বন্ধুকে নিয়ে মেয়েটির বাড়িতে আসে এবং তার মা, ভাই ও ভাগ্নার ওপরে নিশংস ভাবে ধারালো ব্লেড চালায় বলে অভিযোগ। তাদের চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত চালাচ্ছে।