রাজ্যে এই প্রথম করোনা আক্রান্ত হল এক চিকিৎসক, আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯

রাজ্যে এই প্রথম করোনা আক্রান্ত হল এক চিকিৎসক, আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৯ মার্চ, রাজ্যে এখন প্রায় প্রতিদিন করোনা আক্রান্তের খবর আসছে।দিন দিন খুব খারাপ অবস্থার দিকে এগোচ্ছে দেশ।ইতিমধ্যে করোনা ঠেকাতে ভ্যাকসিন আবিষ্কারের প্রয়াস চলছে নানান দেশে, ভারত তার মধ্যে একটি।আশার আলো দেখতে না দেখতেই ফের রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ্যে এল।তবে এই খবর বেশ উত্তেজনার সৃষ্টি করেছে রাজ্যে।কারণ এবার খোদ চিকিৎসকই আক্রান্ত হলেন করোনাভাইরাসে।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আলিপুরে সেনার কম্যান্ড হাসপাতালের এক চিকিৎসকের লালারসের নমুনা পরীক্ষার পর পজিটিভ পেয়েছেন নাইসেডের বিশেষজ্ঞরা। তিনি এই মুহূর্তে সেনার কম্যান্ড হাসপাতালেই চিকিৎসাধীন।

এর আগে বহুবার চিকিৎসকের এরূপ আক্রান্তের খবর উঠে এসেছে কিন্তু এবার রাজ্যে এই প্রথমবার কোনও চিকিৎসক আক্রান্ত হল।তাঁর আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। রবিবার সন্ধেতেই রিপোর্ট নাইসেডের পক্ষ থেকে ওই চিকিৎসকের কাছে আসে।পঞ্চাশোর্ধ ওই চিকিৎসক অ্যানাস্থেসিওলোজিস্ট। তবে কিভাবে তিনি আক্রান্ত হয়েছে বা তাঁর কোনও বিদেশ ভ্রমণের রেকর্ড আছে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি।

সূত্রের খবর, তিনি ১৬ মার্চ দিল্লি থেকে ফিরেছেন।পরের দিন অর্থাৎ ১৭ মার্চ তিনি সেনা হাসপাতালে কাজে যোগ দেন। ২১ মার্চ পর্যন্ত তিনি নিয়মিত কাজ করেছেন সেনা হাসপাতালে। এরপর থেকেই তিনি অসুস্থ বোধ করেন। তাঁর সর্দি, জ্বরের সঙ্গে শ্বাস কষ্টের মত উপসর্গ দেখা যায়। তাঁকে নিউমোনিয়া সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়।প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে দিল্লির সঙ্গে হয়তো তাঁর এই সংক্রমণের যোগ রয়েছে।ইতিমধ্যে খোঁজ নেওয়া চলছে, সেখানে তিনি কাদের সংস্পর্শে এসেছেন।এই চিকিৎসকের আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের কারণ চিকিৎসকদের মধ্যে অ্যানাস্থেসিওলোজিস্টরা রোগীদের খুব কাছাকাছি যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top