
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৩১ মার্চ, উড়িষ্যায় স্টেশনারী সামগ্রী ফেরি করতে গিয়েছিলেন ১৪ জন শ্রমিক।লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাইকে ফিরে যাচ্ছিলেন মালদা টাউনে। তারা পশ্চিম বর্ধমান পৌঁছালে সেখানে পুলিশের জেরে তারা আটকে যায়। তারপর ভয়ে ৩ দিন না খেয়ে বিধাননগরের একটি জঙ্গলে লুকিয়ে পরে ১৪ জন শ্রমিক।
পুরপিতা চন্দ্রশেখর ব্যানার্জী আজ তাদের উদ্ধার করে। তাদের খাবার ও জল দেওয়া হয়। কোকওভেন থানার সামনে একটি লজে তাদের আপাতত আশ্রয় ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছেন পুরপিতা। তিনি এই ঘটনার কথা ফোনে জানিয়েছেন মহকুমা শাসককে। লকডাউনের জেরে নজিরবিহীন এই ঘটনার সাক্ষী রইল শিল্পনগরী। এই শ্রমিকরা সবাই মালদা টাউনের বাসিন্দা। প্রশাসনের পক্ষ থেকে এই ব্যক্তিদের মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।



















