নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৫ এপ্রিল, করোনাভাইরাস উৎপত্তিস্থল সুদূর চিন, একটি জৈব রাসায়নিক মরন অস্ত্র। এখনো স্পষ্ট নয় কিভাবে এই মারণ অস্ত্র আবিষ্কার হলো। আজ বর্তমান পরিস্থিতিতে চীন থেকে গোটা বিশ্বে জার্মানি, ইতালি, স্পেন, ভারত-আমেরিকা, বাংলাদেশ-পাকিস্তান বিশ্বের সর্বদা ১ থেকে লক্ষাধিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘুরলে দেখা যায় রোজ ভবঘুরে থেকে শুরু করে গরীব দুস্থ পরিবারের হাতে রাজনৈতিক দলের এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবক মানুষেরা ত্রাণ বিতরণ করছেন এবং সেই সঙ্গে বিভিন্ন ছবি ভিডিও নিজেরাই পোস্ট করছেন। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে দেখা গেল এক অভিনব চিত্র। সংবাদমাধ্যমের সামনে না এসেই দুস্থ অসহায় মানুষ কিংবা ভিখারী নয়, পথচলতি কুকুরদের খাবারের ব্যবস্হায় এগিয়ে এলো তারা। আমাদের প্রতিনিধি জানার চেষ্টা করলেও তারা নিজেদের পরিচয় বলতে নারাজ। অনেক চেষ্টা করে জানা গেল গোধুলি হালদার নামক ঐ কিশোরী কাকদ্বীপের বাসিন্দা। তিনি নিজেই এই মহান উদ্যোগ নিয়েছেন।
সূত্রের খবর, হাজার চেষ্টা করেও তারা সংবাদমাধ্যমকে নিজেদের পরিচয় বলতে চাননি। তারা জানান, “নিজেদের পরিচয় দিয়ে মহান হতে চাইছেন না। তাদের উদ্দেশ্য অবলা জীব-জন্তু তথা রাস্তার পথচলতি কুকুরগুলো এই সময় না খেতে পেয়ে এদিক-ওদিক খিদের জ্বালায় ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে দেখার মত কেউ নেই। তাই আজ ভাত ও মাংস রান্না করে কাকদ্বীপের পথচলতি কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছি আমরা।এই লকডাউন যদি সময়সীমা অতিক্রম করে আরোও বেড়ে যায়, তাহলে আমরা আগামী দিনে আরও বিস্তর জায়গা জুড়ে পথচলতি কুকুর বিড়াল ও আরো পশুপাখিদের অন্নের ব্যবস্থা করতে এগিয়ে আসবো”।