
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে, সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবোঝাই ট্রাক। বৃহস্পতিবার দুপুরে গোপীবল্লভপুর ১ নং ব্লকের ৯ নং রাজ্য সড়কের উপর বর্গীডাঙ্গাতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, ট্রাকটি ছাতনাশোল থেকে গোপীবল্লভপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাকের সামনে চলে আসে এক সাইকেল আরোহী। ঐ সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে ট্রাকটি। ট্রাকটিতে বাদাম বোঝাই ছিল। যদিও দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।



















