পায়ে হেঁটে হাওড়া থেকে বারাসাত, ১৪ জন পরিযায়ী শ্রমিকদের বারাসতে আটকালো পুলিশ

পায়ে হেঁটে হাওড়া থেকে বারাসাত, ১৪ জন পরিযায়ী শ্রমিকদের বারাসতে আটকালো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৫ মে, হাওড়া জেলার আন্দুলে কাপড়, জামা সেলাইয়ের কাজ করত জনা চোদ্দ শ্রমিক। লকডাউনের ফলে হাওড়াতেই আটকে গিয়েছিল আসাম ডিব্রুগরের এই পরিযায়ী শ্রমিকেরা। আজ বাড়ি ফেরার তাগিদে তারা পায়ে হেঁটে চলে আসে বারাসাত নপাড়া এলাকায়।জানা যায়, ১২ জন আসামের ও ২ জন মালদহের শ্রমিক।

আসামের জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে মালদা অবধি এসে আসাম যাবার প্রতিশ্রুতি পান।সেই মোতাবেক বারাসতে আসা বলে জানান তারা।বারাসাতের স্থানীয় লোকজন তাদের পথ আটকায় ও জলখাবারের ব্যাবস্থা করেন।ইতিমধ্যে বারাসাত খানার পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।তবে এই শ্রমিকদের ঘরে ফেরার বিষয়ে হাওড়া পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। বারাসাত পুলিশ প্রশাসন তাদের যাবতীয় তথ্যের যাচাই শুরু করেছে।তারপর এই চোদ্দ জন পরিযায়ী শ্রমিকদের বারাসাতের একটি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top