
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৫ মে, এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত খিরিশখালি গ্রামে। ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। নিহতের নাম ইসমাইল মোল্লা (বছর ৪৫)। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
জানা যায়, এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত ইসমাইল। কারো সাথে কোন গণ্ডগোল ও ছিল না বলেই জানিয়েছেন স্থানীয় মানুষজন। শুক্রবার সকালে এলাকার মানুষজন মাঠের মাঝখানে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তারাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। কিভাবে এই খুনের ঘটনা ঘটল, এর পিছনে কে বা কারা আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।



















