
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৭ মে, ফের এক করোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদের ডোমকলে।করোনা উপসর্গ দেখা দিলে লালারস পরীক্ষা করা হয় সেই ব্যক্তির।আজ রবিবার তার রিপোর্ট পজেটিভ আসতে হাসপাতালে ভর্তি করা হয়।সাথে পুরো এলাকা সিল করে দেওয়া হয়।পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
জানা গিয়েছে, দিনকয়েক আগে নিজের চিকিৎসা করে ওই ব্যক্তি ফিরেছিলেন নিজের বাড়ি ডোমকলে।বাড়ি ফেরার পর তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়।তারপর পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে।এই কথা জানাজানি হলে, পুলিশ তাকে বহরমপুর করোনা হাসপাতালে নিয়ে যান।পাশাপাশি এলাকায় বিশাল ম্যাডিকেল টিম এসে পৌঁছায়।এলাকার সকল মানুষকে গৃহবন্দী থাকতে বলা হয়েছে।গোটা এলাকা স্যানিটাইজিং করা হবে।পাশাপাশি আক্রান্ত ব্যক্তির বাড়ির সদস্যদের উপর বিশেষ নজর রাখা হয়েছে।



















