নিজস্ব সংবাদদাতা,হুগলি,৩০ জুন :- বর্তমানে দেশ করোনার মহামারীর সাথে যুদ্ধ করছে, সাধারণ জনসাধারণ অর্থনৈতিক সঙ্কট ও মুদ্রাস্ফীতির মুখোমুখি হচ্ছে। বহু সংখ্যক মানুষ বেকার হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।সারা দেশে পেট্রল ডিজেলের বর্তমান দামের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।হুগলি জেলার আরামবাগে তেলের ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদ জানানো হয় আরামবাগ সিটি তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ চৌধারীর নেতৃত্বে।গরু ও মহিষ নিয়ে শহর জুড়ে মিছিল করা হয় গরুর গাড়ি তৈরি করে। শোভাযাত্রাটি জয়ন্তী পার্ক থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। আরামবাগ সিটি তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব চৌধুরী বলেন গরুর গাড়ির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে ক্রমাগত বৃদ্ধি হওয়া পেট্রল এবং ডিজেলের দাম যেদিন আকাশ ছোঁয়া হবে , তখন আমাদের ১০০ বছর পিছিয়ে আসতে হবে এবং গরুর গাড়িকে মূল বিকল্প হিসেবে মেনে নিতে হবে।