দেগঙ্গায় অবসরপ্রাপ্ত বৃদ্ধ দম্পতির বাড়িতে দূষ্কৃতী হানা।

দেগঙ্গায় অবসরপ্রাপ্ত বৃদ্ধ দম্পতির বাড়িতে দূষ্কৃতী হানা।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা,১ জুলাই:- মঙ্গলবার গভীর রাতে দেগঙ্গার কলসুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধ দম্পতির বাড়িতে দূষ্কৃতী হানা। অবসরপ্রাপ্ত দুই কেন্দ্রীয় সরকারী কর্মচারী বৃদ্ধ অনাদি প্রসাদ চক্রবর্তী (৭৫)এবং তার স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী ,(৬৫) দুজনেই থাকেন কলসুরের পাকা বাড়িতে।মঙ্গলবার গভীর রাতে ঘরের আলমারি ভাঙার আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে অনাদি বাবু দেখেন, এক দূষ্কৃতি আলমারি ভাঙছে,বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি অনাদি বাবুর হাতে কোপ মারতে থাকে দূষ্কৃতি।অনাদি বাবুর স্ত্রী বাধা দিতে গেলে তাকেও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।বৃদ্ধ দম্পতির চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা তাদের কে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অপরাধী দুটি মোবাইল ফোন, টাকা,সোনার গহনা নিয়ে যায় বলেই সূত্রের খবর । আতঙ্কিত অনাদি বাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top