নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২ জুলাই :- ১০৯ দিন পর স্বমহিমায় খুললো ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিট এ। লকডাউন এর ফলে ঐতিহ্যশালী কফি হাউস বন্ধ হয়েছিল, করোনার প্রভাব কাটিয়ে আস্তে আস্তে ছন্দে ফিরছে সমাজ, আনলক টু শুরু হওয়ার পরে স্বাভাবিক হবার চেষ্টা করছে জনজীবন।লকডাউন পর্বের পূর্বে কফি হাউস খোলা থাকতো নিয়মিতভাবে সাতদিন, কিন্তু যেহেতু কোরোনার প্রভাব আছে তাই সপ্তাহে ছদিন বেলা এগারোটা থেকে খুলবে এই কফি হাউস। প্রত্যেক রবিবার করে জীবানুনাশক করা হবে কফি হাউস। এখন থেকে সবাইকে থার্মাল স্ক্রিনিং করে, স্যানিটাইজ হয়ে এবং মাস্ক পরে প্রবেশ করতে হবে, স্বাদ আস্বাদন ও আড্ডা পর্ব শুরু হবে তারপরে।
১০৯ দিন পর স্বমহিমায় খুললো ইন্ডিয়ান কফি হাউস।
১০৯ দিন পর স্বমহিমায় খুললো ইন্ডিয়ান কফি হাউস।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram