নিজস্ব সংবাদদাতা, নিউ দিল্লী, ৩ জুলাই :- স্বাধীনতা দিবসেই করোনার হাত থেকে মুক্তি।দেশের সবচেয়ে বড় শত্রু পরাজিত হতে চলেছে এই স্বাধীনতা দিবসে এমনটাই বলছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের রিপোর্ট। আইসিএমআর জানাচ্ছে ১৫ই অগাষ্টেই লঞ্চ করা হবে দেশের প্রথম করোনা ভ্যাকসিন। এই ওষুধের নাম কোভ্যাক্সিন যার ট্রায়ালের ব্যবস্থাও করেছে আইসিএমআর।এই ওষুধ যৌথভাবে তৈরি করছে আইসিএমআর, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি।সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ভ্যাকসিনটির বিজ্ঞানসম্মত নাম BBV152 কোভিড ভ্যাকসিন। ১৫ই অগাষ্টেই মুক্তি পাচ্ছে এই কোভ্যাক্সিন বলে জানিয়েছে আইসিএমআর। সব ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে ফেলা হবে তার মধ্যেই।
সূত্রের খবর, জুলাই মাসেই‘ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা মানবদেহে দেওয়ার ট্রায়াল শুরু হচ্ছে। মোট দু দফায় চলবে এই পরীক্ষা। ইতিমধ্যেই ছাড়পত্র মিলেছে ডিসিজিআই এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।হায়দরাবাদের ওষুধ প্রস্তুকারক সংস্থা ভারত বায়োটেককে এই কাজে যৌথভাবে সহায়তা করেছে আইসিএমআর। গত সোমবার করোনার টিকা আবিষ্কারের কথা ঘোষণা করেন ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণ ইল্লা। এবার এই রিপোর্ট সামনে আসতেই আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ।
স্বাধীনতা দিবসেই করোনার হাত থেকে মুক্তি।
স্বাধীনতা দিবসেই করোনার হাত থেকে মুক্তি।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram