নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৪ জুলাই:- তৃণমূলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক বোমাবাজির ফলে করে উত্তপ্ত নদীয়া চাপড়া সীমান্তবর্তী এলাকা। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। এলাকায় বিশাল পুলিশবাহিনী। ঘটনাটি চাপড়া থানার মহেশনগর গ্রামে।
সূত্রের খবর, এক টোটো চালকের সঙ্গে বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে চাপড়া থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা । এই বচসা কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ উভয়কে লক্ষ্য করে চলে বোমাবাজি। গুরুতর জখম হয়েছেন তিনজন। তাদেরকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা রয়েছে । দুই পক্ষের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় শক্তিশালী বোমা। স্থানীয় হাতিশালা এক নাম্বার গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।