নিজস্ব সংবাদদাতা, দমদম, ৬ জুলাই :-▪ দক্ষিণ দমদম পৌরসভার ৩ এবং ৪ নম্বর এলাকার প্রমোদনগর অঞ্চলে রাস্তা অবরোধ করে স্থানীয় মানুষ। তাদের অভিযোগ রাস্তার বেহাল অবস্থা কিন্তু রাস্তা কোনো মেরামতি হচ্ছে না, ফলে প্রত্যেকদিনই দুর্ঘটনা ঘটছে। গতকাল এক মহিলা তার বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় পড়ে যায় , তার পায়ে চোট লাগে , আজ সকালেও একটি বাইক দুর্ঘটনা ঘটে।নিত্যদিন এই দুর্ঘটনা ঘটে চলেছে তাই মানুষজনের দাবি অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে তারপরেই লরি চলাচল করতে পারবে। প্রসঙ্গত এখান থেকে মেট্রো কারসেডে প্রচুর লরি যাতায়াত করে এবং এই রাস্তা দিল্লি রোড এর সঙ্গে যুক্ত। দুটো লরি দাঁড় করিয়ে কাঠের গুড়ি ফেলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন যতক্ষণ না প্রশাসন আশ্বস্ত করবে ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানায়।
দমদম প্রমোদনগর এ বেহাল রাস্তা ঠিক করার দাবিতে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।
দমদম প্রমোদনগর এ বেহাল রাস্তা ঠিক করার দাবিতে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram