নয়াদিল্লি, ৭ জুলাই : করোনা মহামারীর প্রকোপে তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে দর্শকদের জন্য খুলে গেল কুতুবমিনার, হুমায়ুনের সমাধি সহ রাজধানীর কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলি। তবে নতুন করে আগ্রায় করোনা সংক্রমণ শুরু হওয়ায় আপাতত খুলছে না তাজমহল। বন্ধ থাকছে আগ্রার অন্যান্য দর্শনীয় স্থানগুলিও।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দর্শকদের কিছু নিয়ম মেনে চলতে হবে ওই ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলিতে। মাস্ক পরে , সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। দু’টি পর্যায়ে টিকিট পাওয়া যাবে, একটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত, অন্যটিতে দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় কাটাতে পারবে দর্শকেরা। দেড় হাজার জনকে একটি করে পর্যায় প্রবেশিধিকার মিলবে।
প্রসঙ্গত ,আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে দিল্লিতে ১৭৩টি স্মৃতিস্তম্ভ রয়েছে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের নির্দেশে ওই স্মৃতিস্তম্ভগুলি এদিন থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে।যদিও আগ্রার জেলাশাসক জানিয়েছেন গত ৪ দিনে আগ্রায় নতুন করে করোনায় আক্রান্ত সংখ্যা বাড়ায় আপাতত তাজমহল দর্শকদের জন্য না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।