নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১০ জুলাই :- বসিরহাট মহাকুমার বসিরহাট ও টাকি পৌরসভা বসিরহাট এক নম্বর দুই নম্বর ব্লকে মোট ১২ টা কনটেইনমেন্ট জোন রয়েছে। ইতিমধ্যে বসিরহাট জেলা পুলিশ করা হাতে পদক্ষেপ নিতে শুরু করেছে। আজ শুক্রবার মাটিয়া থানা এলাকায় টাকি রোড থেকে কনটেইনমেন্ট জনের আইন অমান্যকারী এবং মুখে মাক্স না পড়ার জন্য সবার সামনে রোডের উপরে কান ধরে উঠবস করলো পুলিশ।পাশাপাশি অভিযোগে দশ জনকে আটক করেছে। রাজ্য প্রশাসন এই লোকডাউন যে কঠোর ভাবে দেখছে তার নিদর্শন চিত্র উঠে আসলো।মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক থাকার কথা বলতেও দেখা গেলো পুলিশদের।
কোন্টাইনমেন্ট জোনে লকডাউন অমান্য করায় গ্রেফতার দশ কান ধরে উঠবস।
কোন্টাইনমেন্ট জোনে লকডাউন অমান্য করায় গ্রেফতার দশ কান ধরে উঠবস।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram