নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১১ জুলাই :- ভাটপাড়া থানার অন্তর্গত বেলঘড়িয়া কল্যানী এক্সপ্রেসওয়ের মাদরাল মোড়ের কাছে আজ ভোররাত থেকে কাকভোর পর্যন্ত দফায় দফায় পথচারীদের বন্দুক ঠেকিয়ে ছিনতাই এর ঘটনা ঘটলো। এক সপ্তাহে এই নিয়ে চার বার এইরকম ছিনতাই এর ঘটনা ঘটায় আতঙ্কে এলাকাবাসী।
এই এলাকায় ভোররাত থেকে মাছ ব্যবসায়ীরা যায়, তাদের কাছে কম বেশী টাকা থাকে। লকডাউনের জন্য অনেকের বাড়ি ফিরতেও রাত হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ছিনতাইবাজরা । ভাটপাড়া থানার পুলিশের ওপর এলাকার মানুষের ক্ষোভ যে পুলিশরা ঘটনার গুরুর্ত্ব বুঝঝে না।