ছেলেকে cold-blooded মার্ডার অভিযোগ তুলে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মা

ছেলেকে cold-blooded মার্ডার অভিযোগ তুলে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা : সরকারী ও বেসরকারী মিলিয়ে ৩ টি হাস্পাতালের পর কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু তরুনের। নর্থ বারাকপুর পুরসভার ৬ নাম্বারের ওয়ার্ডের নেতাজী পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চ্যাটার্জি(১৭)। তার শরীরিক দূর্বলতার এক্টু শ্বাসকষট কারনেই ই এস আই হাসপাতালে দেখাতে যান। তার জ্বর, সর্দী, কাশি কিছুই ছিল না। রক্ত পরীক্ষার পর জানা যায় তার শরীরে মাত্রাতিরিক্ত সুগার। হৃদ যন্ত্রে সমস্যা আছে। তাই এই রোগীর আই সি সি ইউ প্রয়োজন। সেখান থেকে রেফার করা হয় বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমে। সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। রক্তের নমুনা নিয়ে ৫ মিনিটের মধ্যে কোভিড পজেটিভ রিপোর্ট দিয়ে ফিরিয়ে দেয়। বেলঘড়িয়া থানার ওসিকে ফোন করলে তিনি জানান এটা তার বিষয় নয়।এরপর সাগরদত্ত সেখান থেকে মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।দীর্ঘক্ষন পর তার মা শ্রাবণী চ্যাটার্জি আত্মঘাতীর হুমকি দিলে তারপর ভর্তি করা হয়।ভিতরে গিয়ে দেখা যায় ৩ টি বেড খালি। রুগিকে বেড পর্যন্ত বাবা মা নিয়ে যান। আজ সকালে মৃত্যুর খবর আসে। গতকাল রাতে ২১ঃ৪৫ মারা গেছে বলে জানায় হাসপাতাল।তারা ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও ফোনে পাননি। এরপর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলকার বিধায়ক মলয় ঘোষ বলেন ঘটনাটি মর্মান্তিক। এলাকার মানুষও দুঃখ প্রকাশ করেছেন।
প্রশ্ন ১. ৫ মিনিটে কিভাবে কোভিড টেস্ট সম্ভব?
প্রশ্ন ২. মুখ্যমন্ত্রী পুলিশের সাহায্য নিতে বলেন, সেখানে পুলিশ কিভাবে দায়িত্ব এড়াতে পারেন?

এই ঘটনায় আজ বেলঘড়িয়া থানায় বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে ও অভিযুক্তদের চিহ্নিত তাদের ছেলেকে cold blooded মার্ডার অভিযোগ তুলেছেন মৃতের মা শ্রাবণী চ্যাটার্জী ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top