নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:-▪ হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্তের পর জানিয়ে দেওয়া হয়, বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যাই।মেডিকেল কলেজের পক্ষ থেকে ওই রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পোস্ট মর্টেম রিপোর্টকে কার্যত চ্যালেঞ্জ করা হয়েছে দলের পক্ষ থেকে।
সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের সামনে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।তার দল ও পরিবারের পক্ষ থেকে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এদিন সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। রিপোর্ট থেকে জানা গিয়েছে, গলায় ফাস লেগেই তার মৃত্যু হয়েছে।
কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক জানিয়েছেন,পারিপার্শ্বিক ঘটনা ও মৃতদেহের অবস্থান দেখে এটা পরিস্কার, যে বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট বলছে আত্মহত্যা, আমরা এই রিপোর্টকে বিস্বাস করছি না।আমরা দ্বিতীয়বার পোস্ট মর্টেমের দাবির পাশাপাশি ঘটনার সি বি আই তদন্তের দাবি জানাচ্ছি।এই ঘটনার প্রতিবাদে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় বনধ পালন হচ্ছে।