বারাসাতের যশোর রোডে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের।

বারাসাতের যশোর রোডে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা:- বারাসাতের যশোর রোডের জগদিঘাটা কাজীপাড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল গৌরাঙ্গ মিত্র নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের। মঙ্গলবার সকালবেলা বনগাঁ থেকে কলকাতাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণহীন ভাবে ছুটে আসে সেই সময় রাস্তার পাশেই দাঁড়িয়ে অন্য তিন কনস্টেবল এর সঙ্গে ডিউটি করছিলেন গৌরাঙ্গ বাবু। সেই সময় বেপরোয়া ভাবে চলা ট্রাকটি প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে তারপর ট্রাফিক কনস্টেবল বছর ৪৫এর গৌরাঙ্গ মিত্র কে চাপা দিয়ে পালায়। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কর্মচারীরা ওকি টকির মাধ্যমে ট্রাকটিকে চাপাডালি মোড় এ আটক করে এবং গ্রেফতার করা হয় চালক ও খালাসিকে। আশঙ্কাজনক অবস্থায় গৌরাঙ্গ মিত্র কে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুলিশ মহলে। ধৃতদের আগামীকাল বারাসাত আদালতে তোলা হবে। ইতিমধ্যেই ট্রাক চালকের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে বারাসাত থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top