সালানপুর থানার পুলিশের অভিযানে গ্রেফতার করা হলো মাস্কবিহীন ব্যক্তিদের।

সালানপুর থানার পুলিশের অভিযানে গ্রেফতার করা হলো মাস্কবিহীন ব্যক্তিদের।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান:- দিনের পর দিন সারা দেশে বেড়ে চলেছে কোরোনা ভাইরাসের প্রকোপ । প্রতিনিয়ত সরকার ও প্রশাসন সাধারণ মানুষের জন্য এলাকায় এলাকায় মাইকিং করে সচেতন করছে,বারবার বলা হচ্ছে বাড়ির বাইরে বার হলে মাক্স ব্যাবহার বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বজায় রাখা একান্ত প্রয়োজন কিন্তু সাধারণ মানুষ তা ভুলে মানছে না।

বৃহস্পতিবার সালানপুর থানার পক্ষ থেকে সালানপুর থানার ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমর নাথ দাস, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ সিকান্দার আলম পুলিশের দলবল নিয়ে দেন্দুয়া,জেমারী, আল্লাডি এলাকায় (Anti Musk) এন্টি মাক্স অভিযান চালায়।মোটর সাইকেল চালক, সাইকেল চালক, দোকানদার যারা মাক্স ব্যাবহার করছে না, এমন ২৭ জন ব্যাক্তিকে পুলিশ আটক করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top