নিজস্ব সংবাদদাতা, বিধাননগর:- আজ সকালে বিধান নগর পুলিশ কমিশনারেট এলাকায় সিপি মুকেশ কুমার বিভিন্ন কন্টেইনমেন্ট জোন ভিজিট করেন ।তিনি জানান বিধান নগর কমিশনারেট এলাকায় মোট ১৬ টা কন্টেইনমেন্ট জোন আছে। সেগুলো ভিজিট করে সমস্ত গাইডলাইন মানা হচ্ছে কিনা দেখা হচ্ছে।এখানে যারা আছে তাদের সমস্যা আছে কিনা দেখা হচ্ছে।
আজ সকাল থেকে বিধান নগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় পুলিশ রাস্তায় বেরিয়ে যারা মাস্ক পড়ছে না তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছেন।মাইকে প্রচার করা হচ্ছে বিভিন্ন বাজার এলাকা ও লোকালয়ে।নিউটাউন থানা,টেকনসিটি থানা ও ইকোপার্ক থানা ও ডিসি নিউটাউন ডিভিশন ও এসিপি মিলে যৌথ ভাবে এই কর্মসূচি পালন করছে।