রামপুরহাটে করোনা আক্রান্ত ব্যাঙ্ককর্মী দম্পতি, বন্ধ হল ব্যাঙ্কের শাখা

রামপুরহাটে করোনা আক্রান্ত ব্যাঙ্ককর্মী দম্পতি, বন্ধ হল ব্যাঙ্কের শাখা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,বীরভূম, ১৭ ই জুলাই :রামপুরহাটে এবার করোনা আক্রান্ত হলেন এক দম্পতি। পেশায় তারা দুজনেই ব্যাঙ্ক কর্মী। গত তিনদিন আগে তারা কলকাতায় যান এবং নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসেন। সেই নমুনা পরীক্ষার ফলাফল আসে বৃহস্পতিবার। ফলাফল আসার সাথে সাথে জানা যায় তারা দুজনেই করোনা আক্রান্ত। করোনা আক্রান্তের খবর পেয়ে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে ওই দম্পতিকে রামপুরহাট মেডিকেল কলেজের তত্ত্বাবধানে থাকা বেসরকারি একটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

সদ্য করোনা আক্রান্ত হওয়া ওই ব্যাঙ্ককর্মী দম্পতি বীরভূমের রামপুরহাট শহরের ৭ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। স্বামী রামপুরহাটের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী। অন্যদিকে স্ত্রী মাড়গ্রাম ইউনিয়ন ব্যাঙ্কের শাখায় কর্মরত। দিন কয়েক আগে ওই দম্পতি নিজেদের ব্যক্তিগত কাজে কলকাতা যান। এরপর তারা সেখানেই সোয়াব টেস্ট করান। পরে তিন দিন আগে কলকাতা থেকে রামপুরহাটে ফিরে আসেন। কিন্তু কলকাতা থেকে রামপুরহাটে ফিরে আসার পর স্থানীয় বাসিন্দারা ওই দম্পতিকে ভাড়া বাড়িতে প্রবেশ করতে দেয়নি। যে কারণে তারা দুজনেই রামপুরহাটের সানঘাটার একটি হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

করোনা আক্রান্ত হওয়া ওই দম্পতির স্বামীর বাড়ি বর্ধমান এবং স্ত্রীর বাড়ি নদীয়ার নবদ্বীপ বলে জানা যায়। বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট জানার সানঘাটার যে হোটেলে দুজনে দুদিন আগে উঠেছিলেন সেই হোটেল থেকে স্বাস্থ্যকর্মীরা তাদের দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

ইতিমধ্যেই বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে ইউনিয়ন ব্যাঙ্কের মাড়গ্রাম শাখাটিতে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই দম্পতি যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেল বন্ধ করে দেওয়ার পাশাপাশি হোটেলের ৭ জন কর্মী এবং দুইজন আবাসিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top